কম তেল দেওয়ার অভিযোগ উঠল পেট্রলপাম্পের
পবিত্র রায়,রাজগঞ্জ , ২০ মার্চ: রাজগঞ্জের করতোয়ার কাছে একটি পেট্রোল পাম্পে পরিমাণে কম তেল দেওয়ার অভিযোগ আনলেন এক গ্রাহক। শুক্রবার সকাল 11 টা নাগাদ শ্যামা কান্ত রায় নামে জনৈক ব্যক্তি এই পেট্রোল পাম্পে নিজস্ব ট্রাক্টর এর জন্য তেল নিতে এসে সমস্যায় মধ্যে পড়েন। সাড়ে পাঁচশো টাকার তেল দিতে বললে তিনি তার সঙ্গে আনা জারি কেনে অপেক্ষাকৃত 3-4 লিটার তেল কম পান বলে সন্দেহ হয়। কেননা তিনি প্রায়শই ব্যক্তিগত গাড়ি এবং ট্রাক্টরের তেল ভোরে থাকেন কিন্তু এদিন তার ট্রাক্টর এর জন্য তেল নিতে এসে ওজনে কম বলে তার মনে হয়। সেই সময় তিনি পেট্রলপাম কর্তৃপক্ষকে অভিযোগ জানান।অভিযোগ পেয়ে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ তাদের বিশেষজ্ঞ টিমকে খবর পাঠান। বিশেষজ্ঞ টিম এসে পরীক্ষা করে দেখেন, প্রযুক্তিগত কিছু ত্রুটির কারণে নল দিয়ে তেল
কম আসছিল। পাম কতৃপক্ষ অভিযোগের সত্যতা স্বীকার করেন এবং তিনি বলেন এরকম ঘটনার জন্য তুমি দুঃখিত।