রাজগঞ্জের বিধানসভার বিধায়ককে তহবিল থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ লতহবিলে দান করলেন


 পবিত্র রায়,  26 মার্চ: রাজগঞ্জ বিধানসভা  বিধায়ক শ্রী খগেশ্বর রায় বেলাকোবা পুলিশ ফাঁড়ির  সুব্রত সাহার উপস্থিতিতে।বিধায়ক তহবিল থেকে ১০০০০০/-লক্ষ টাকা   পেনশনের  15000/- টাকা স্টেট ব্যাংক বেলাকোবা শাখার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ত্রাণ তহবিলে প্রদান করলেন |  
পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে ভয় না হাসপাতা অন্যান্য কর্মীদের সঙ্গে দেখা করেন এবং তাদেরকে উৎসাহিত করছেন । ঠিক একই রকম ভাবে বিধায়ক  খগেশ্বর রায় ভয় না পেয়ে বাড়িতে বসে না থেকে সমস্ত রকম সাবধানতা অবলম্বন করে সকলের খবরাখবর প্রতিনিয়ত নিচ্ছেন |

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন