ভবঘুরের পাশে সমাজসেবী বাপন দাস


 মিন্টু দাস, বিধান নগর  26 মার্চ:  আজ শিলিগুড়ি মহকুমার সাংবাদিক দের সোস্যাল পোষ্ট দেখে বিধাননগরের গৃহবধু শিউলি দাস ও সমাজসেবী বাপন দাস আজ বিধাননগরের জাতীয় সড়কের উপর থাকা এক ভবঘুরে কে দুপুরের আহার করায়, পুলিশ  কর্মী ও সমাজসেবী বাপন দাস বলেন আজ সকালে আমার সহধর্মিণী শিউলি দাস শিলিগুড়ির সাংবাদিকদের পোষ্ট দেখে আবেগ সামলাতে না পেরে আমাকে বলে, সেই মতো সকাল সকাল রান্না করে আজ দুপুরে বিধাননগর জগন্নাথপুরের জাতীয় সড়কের উপর থাকা এক ভবঘুরে কে আজ খাওয়ালাম, আগামী কদিন এইভাবে খাওয়াবো, সেই সঙ্গে ধন্যবাদ জানাই শিলিগুড়ি মহকুমার সাংবাদিকদের ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন