জলপাইগুড়ির রাজগঞ্জের ভোলাপাড়ায় একজন করোনায় আক্রান্ত বলে এক সংবাদ মাধ্যমের নাম ও লোগো ব্যবহার করে খবরটি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ে । এই ঘটনায় ব্লক জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় ।
সাংবাদিক বৈঠকে বিডিও এন সি শেরপা, বিএমওএইচ শুভদীপ সরকার এবং রাজগঞ্জ থানার ওসি কেসাং লামা উপস্থিত ছিলেন । বিএমওএইচ বলেন, একজন করোনাতে আক্রান্ত বলে এক বৈত্যুতিন মাধ্যমের নাম ও লোগো ব্যবহার করা খবর অনেকের মোবাইলে ঘুরছে । বিষয়টি তেমন আমল দেই না । কারণ ভিনরাজ্য থেকে আসা ৮০৬ জনকে হোম কোয়ারান্টিনে রাখা হয়েছে । তার মধ্যে ভোলাপাড়ার মাত্র চার জন । এছাড়া করোনা সন্দেহে এখন পর্যন্ত কারও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়নি । তাহলে কি করে আগাম রিপোর্ট এলো । তাই ওই খবরটি পুরোপুরি ভুয়ো । এই খবরে ব্লকের মানুষকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করছি । বিডিও এন সি শেরপা বলেন, রাজগঞ্জ ব্লকে এখন পর্যন্ত কারও করোনা ভাইরাসের পজিটিভ পাওয়া যায়নি । যে বা যারা ভুয়ো খবর ছড়িয়েছে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
জলপাইগুড়ি,রাজগঞ্জ