#লকডাউন #গ্রামবাসী ছাড়া গ্রামে প্রবেশ নিষেধ



তুফানগঞ্জ, মানিক বর্মন:- দেওচড়াই অঞ্চল নেপালখাতা  এলাকায়  সংগ্রামী সংঘ  গ্রাম বন্ধ করে দিলেন । করনা ভাইরাস গোটা বিশ্ব  মহামারীর রুপ নিয়েছে । কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার  জেলা এবং মহকুমার গুলিকে লকডাউন করেছে কিন্তু একটা নজির বিহিন ঘটনা দেখা গেল দেওচড়াই নেপালখাতা এলাকায় একটি ক্লাবের উদ্ধগে বন্ধ করেলেন, বহিরা গত প্রবেশ নিশেধ গ্রামবাসি ছাড়া কাও কে প্রবেশ করেতে দিছে না । এই উদ্ধগ কে সংগ্রামী সংঘ কে সাধারন মানুষ এই  পদক্ষেপ কে সাধুভাব জানিয়েছে ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন