বেলাকোবা তে জনসচেতনতায় বাধ্য হয়ে পথে নামল পুলিশ । সতর্কীকরণ এ শুভ উদ্যোগ বেলাকোবা পুলিশ ফাঁড়ির।


 বেলাকোবা, ২৪ মার্চ: সারা রাজ্যে লকডাউন চলছে। সরকারি তরফে এলাকায়, এলাকায় মাইকিং করা হচ্ছে। সর্বত্র লকডাউন চলছে,সারা রাজ্য জুড়ে জারি রয়েছে 1897 সালের মহামারী নিয়ন্ত্রণ আইন। তবুও মানুষ সম্পূর্ণ হবে এখনো সজাগ নয়। এখনো যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে মানুষ। আতঙ্কিত মানুষ দিশেহারা। এরই মাঝে জনতার স্বার্থে রাজগঞ্জ বিধানসভার  বেলাকোবা বাজারে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সুব্রত সাহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে সতর্কীকরণ এর জন্য বাধ্য হয়ে পথে নামল পুলিশ। করো না চতুর্থ পর্যায় শুরু হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে, মোকাবিলা করা অসম্ভব হয়ে উঠবে এই দুশ্চিন্তায় পুলিশের এই জনসচেতনতার উদ্যোগ প্রশংসনীয়। বটতলা মোড় থেকে বেলাকোবা বাজার হয়ে সমগ্র বেলাকোবা জুড়ে এই অভিযান চললো। এ অভিযানে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে। কিছু অবুঝ মানুষকে নরম-গরম দুভাবেই বুঝিয়ে পরিস্থিতি কোন দিকে যেতে পারে তার পূর্বাভাস দিয়ে সচেতন করা হলো। পুলিশের পক্ষ থেকে বার বার করে ঘর থেকে না বের হতে অনুরোধ করা হলো জনগণকে। মুদির দোকান এবং ওষুধের দোকান ছাড়া অন্য কোন দোকান খুলতে নিষেধ করা হলো ব্যবসায়ীদের। ভয়াবহ পরিস্থিতি রুখতে অবুঝ মানুষ এখনো সতর্ক না হলে বিপদ ঘনিয়ে আসতে সময় বেশি লাগবে না। পরিস্থিতি এতটাই জটিল যে, সংবাদমাধ্যম, স্বাস্থ্যকর্মী ,ডাক্তার, পুলিশ এবং জরুরি পরিষেবায় যুক্ত কর্মীরা ছাড়া সমস্ত মানুষকে ঘরবন্দি যতক্ষণ না করা যাচ্ছে ততক্ষণ বিপদ থেকেই যাচ্ছে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার তাদের মত চেষ্টা করছে কিন্তু এখন বুঝে উঠতে হবে মানুষকে তার শিয়রে প্রলয়ংকর বিপদ নেমে আসতে চলেছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন