করোনা থেকে বাঁচতে গোবরের প্রদীপে সোলতা জালাতে হবে
ধর্মেন সিংহ, উত্তর দিনাজপুর, 19 শে মার্চ : গোটা বিশ্বে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই করোনা ভাইরাস মানুষকে গভীর চিন্তায় ফেলেছে , কেরে নিয়েছে রাতের ঘুম। গোটা বিশ্বের মতো আমাদের দেশ তথা রাজ্যের মানুষও করোনা ভাইরাসের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। এই আতঙ্ককে দুর তথা প্রতিরোধ করার জন্য ধর্মীয় দিক থেকে যেমন বহু গুজবের সৃষ্টি হয়েছে , তেমনি সামাজিক রীতি নীতিতেও গুজব কম নয়। এখন বিজ্ঞানের যুগ হলেও সব ধর্মের মানুষ তথা জাতির ভিতর থেকে মুছে ফেলা যায়নি কুসংস্কার। তার প্রমান পাওয়া যাচ্ছে সোশাল মিডিয়া গুলোতে । এমনি চিত্র ধরা পড়লো উত্তর দিনাজপুর জেলার করনদিঘীতে । গ্রাম বাসীরা জানিয়েছেন, করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় হল - যার পরিবারে পুত্র সন্তানের সংখ্যা যত সেই হিসাবে বাড়ির দরজায়, তিনমোড় রাস্তায় গরুর গোবরের প্রদীপ বানিয়ে সোলতা , ধূপধুনো জালিয়ে দিয়ে শঙ্খ বাজায় বলতে হবে " পালা করোনা পালা " , "করোনা দুরে যা" তাতেই নাকি রক্ষা পাওয়া যাবে বলে বিশ্বাসি মহিলারা । পাশাপাশি সবাইকে এই প্রথা মেনেচলার বার্তাও দিয়েছেন । অনেকেই জানিয়েছেন আসলে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি যেটাই শুনছি আমরা করে যাচ্ছি ।