ভারতে আক্রান্ত ১৬৯, ইটালিতে ২৪ ঘণ্টায় মৃত ৪৭৫: করোনা


দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আতঙ্ক। এ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক জনই। ইংল্যান্ড ফেরত সেই তরুণ। বেলেঘাটা আইডি হাসপাতালে আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বুধবার প্রথম পরীক্ষায় ওই তরুণের বাবা, মা ও গাড়ির চালকের লালারসে করোনা সংক্রমণ অবশ্য মেলেনি। গোটা দেশের নিরিখে এ রাজ্যের ছবিটা তুলনামূলক ভাবে ভাল হলেও আতঙ্কে সাধারণ মানুষ। গণ পরিবহণেও সেই আতঙ্কের ছবিটা স্পষ্ট ধরা পড়েছে। বহু জায়গাতেই অফিস টাইমে ট্রেন বা বাস ফাঁকা থাকছে। ভিড় কমছে শহরের রাজপথেও।

বুধবার দেশে করোনা আক্রান্তে সংখ্যা ছিল ১৫১। রাতারাতি তা বেড়ে হয়েছে ১৬৯ জন। চণ্ডীগড়ে প্রথম করোনা আক্রান্ত ধরা পড়েছে। করোনা রুখতে জমায়েতে রাশ টানতে চাইছে বিভিন্ন রাজ্যের প্রশাসন। তাই উত্তরপ্রদেশ, রাজস্থান-সহ বিভিন্ন  রাজ্যের কিছু কিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

চিনের পর, করোনা-পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে ইটালিতে। সেখানে এক দিনেই ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। যা এই মুহূর্তে সর্বোচ্চ বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আমেরিকায় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১০ হাজার। মৃত্যু হয়েছে ১৫০ জনের। আক্রান্ত হয়েছেন মার্কিন কংগ্রেসের এক সদস্যও। উহানে অবশ্য এই প্রথম নতুন করে কোনও সংক্রমণের খবর নেই বলেই জানিয়েছে চিনা সরকার। তবে বেজিংয়ে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন