#রাজ্য সরকারের অর্থানুকুল্যে বাতানুকূল অ্যাম্বুলেন্স পেল বেলাকোবা গ্রামীণ হাসপাতাল।



 বেলাকোবা , 19 মার্চ-  রাজ্য স্বাস্থ্য দপ্তরের অনুমোদনক্রমে, রাজ্য সরকারের অর্থানুকুল্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের গ্রামীণ হাসপাতালগুলিতে 174 টি শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেয়া হলো। তারই অঙ্গ হিসেবে জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রামীণ হাসপাতাল একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হল। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজগঞ্জের স্থানীয় বিধায়ক মাননীয় খগেশ্বর রায় জলপাইগুড়ি সদর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার নেওয়াজ আহমেদের হাতে ওই অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন। অ্যাম্বুলেন্সটি পেয়ে ডাক্তার আহমেদ জানান, চুক্তিভিত্তিক  যে কয়টি এম্বুলেন্স ব্লক হাসপাতালে ছিল তা সদর ব্লকের এত বড় এলাকায় পরিষেবা দেওয়া অসুবিধে হচ্ছিল। তবে  অত্যাধুনিক অ্যাম্বুলেন্স  হাতে পাবার পরে  জনগণের জরুরী পরিষেবা দিতে সর্বক্ষেত্রে ব্যবহৃত হবে বলে তিনি আশা করেন।
 বিধায়ক জানান,শীততাপ নিয়ন্ত্রিত একটি অ্যাম্বুলেন্স বেলাকোবা গ্রামীণ হাসপাতালে অভাব ছিল । এই হাসপাতালের দিকে রাজ্য সরকারের পক্ষ থেকে দিতে পারায় সে অভাব পুরন হলো এবং এই এলাকার কয়েক হাজার মানুষ এতে উপকৃত হবে। এলাকার বাসিন্দা মানিক দেবনাথ (হাসপাতাল পাড়া), প্রসেনজিৎ দে (বাবুপাড়া),নকুল দাস (কেবল পাড়া), অলক দেবনাথ (বিবেকানন্দ পল্লী) প্রমূখ আনন্দ অনুভূতি প্রকাশ করেন।
  সোমবার রাজগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বেলাকোবা গ্রামীণ হাসপাতাল এবং রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল দুটি জন্য দুটি অত্যাধুনিক স্বচ্ছতার নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স আনুষ্ঠানিকভাবে পরিষেবা চালুর জন্য অনুমতি প্রদান করা হবে দুটি ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে বলে জানা গেল।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন