রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের এসসি, এস টি,ওবিসি সেল একশো দিনের জব কার্ড সহ বিভিন্ন দাবীতে ডেপুটেশন।
রাজগঞ্জ 17 মার্চ :রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের এসসি, এস টি,ওবিসি সেল পক্ষ থেকে একশো দিনের জব কার্ড সহ বিভিন্ন কাজের দাবীতে ডেপুটেশন করলেন। এই ডেপুটেশনে সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।