বেহাল বেলাকোবা নিয়মিত বাজার, অবিলম্বে সংস্কারের দাবি ব্যবসায়ীদের।



 নিজস্ব প্রতিনিধি ,বেলাকোবা,  17 মার্চ : দীর্ঘদিন থেকে রেগুলেটেড মার্কেট কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিলেও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের অভাবে বেলাকোবা নিয়মিত বাজারের পরিস্থিতি  অস্বাভাবিক ভাবে বেহাল বলে স্থানীয়
 ব্যবসায়ীদের অভিযোগ।  নিকাশি নালা না থাকায় একটু বৃষ্টিতে জল জমে নরকের রূপ নেয়এই নিয়মিত বাজার। এছাড়া প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য কোন বাথরুমের ব্যবস্থা নেই,
 উজ্জ্বল আলোর ব্যবস্থা নেই, বাজারের ভিতরে রাস্তাগুলি ভেঙে গিয়ে খানাখন্দে ভরে উঠেছে বলে বাজার করতে আসা স্থানীয় মানুষের অভিযোগ। যে যার মত অল্প পরিসরে গায়ে গায়ে লেগে থেকে কাঠামো বানিয়ে দোকান করে বহুদিন ধরে ব্যবসা করছেন কোনরকম পরিকল্পনামাফিক মার্কেট এখানে গড়ে ওঠেনি। হঠাৎ 
কোন সময় আগুন লাগলে অল্প পরিসরের বাজারে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।এই নিয়ে বহুবার ব্যবসায়ী সমিতি আন্দোলনের কর্মসূচি নিয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি, আগামী বর্ষার পরে যদি মারকেটিং কর্তৃপক্ষ 
তেমন কোন সু ব্যবস্থা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলে বেলাকোবা ব্যবসায়ী সমিতির সম্পাদক রথীশ চাকি জানালেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে জেলা রেগুলেটেড মার্কেট কমিটির জেলা সম্পাদক  তথা মার্কেটিং বিষয়ে জেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত আধিকারিক দেবাঞ্জন পালিত জানিয়েছেন, ইতিমধ্যেই গত চার মাস হল রাজ্য বিপণন দপ্তরে কয়েক কোটি টাকার একটি বড় প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে, তারা আশা করছেন আগামী মেয়ে জুন 
মাসের মধ্যেই প্রকল্প অনুমোদিত হয়ে চলে আসবে এবং তারপরেই অতি দ্রুত প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। এই প্রকল্পটি আগামী আর্থিক বর্ষ২০২১-২২এর মধ্যেই সম্পন্ন করবার লক্ষ্যমাত্রা রয়েছে জেলা বিপণন দপ্তরের বলে তিনি জানান। প্রকল্প চলাকালীন ব্যবসায়ীদের উপযুক্ত স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন