ভয়ঙ্কর দুর্ঘটনা,সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে দুর্ঘটনা,মৃত্যু ৫
ইউ এন নেটওয়ার্ক,17 মার্চ: সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে দুর্ঘটনা
মৃত্যু ৫ পর্যটকের। লোহাপুল ও সুনতালের মধ্যে এই দুর্ঘটনা। সুমো গোল্ড গাড়িতে , চালক সহ ৮ জন ছিলেন। জখম শিশু সহ তিনজন।
ঘটনা স্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ,ময়নাতদন্ত জন্য পাঠায়। যখন শিশুদের হাসপাতালে স্থানান্তরিত করে।