উত্তর দিনাজপুরের করণদিঘীতে উন্নয়নের নতুন দিশা, ৮.৬ কিমি রাস্তা সংস্কারের শুভ উদ্বোধন
উত্তর দিনাজপুর:
উন্নয়নের পথে আরও এক ধাপ এগোল করণদিঘী। দীর্ঘদিনের বেহাল অবস্থার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো বহু প্রতীক্ষিত রাস্তা সংস্কারের কাজ। বৃহস্পতিবার রসাখোয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দিঘলগাঁও হাটখোলায় আনুষ্ঠানিকভাবে এই কাজের শুভ উদ্বোধন করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল।
জানা গেছে, করণদিঘী ব্লকের মাণিডাঙ্গা পিডব্লিউডি রোড থেকে গোয়াগাঁও পিডব্লিউডি রোড পর্যন্ত প্রায় ৮.৬ কিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কার করা হবে। প্রায় ১ কোটি ৭৯ লক্ষ ৩১ হাজার ৩০ টাকা ব্যয়ে এই কাজ হচ্ছে। রাজ্য সরকার পরিচালিত WBSRDA-এর আর্থিক সহায়তায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, করণদিঘীর বিধায়ক গৌতম পালের উদ্যোগে এই রাস্তা রিপেয়ারিং কাজের সূচনা করা হয়। এদিন ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন সভাধিপতি।
দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল থাকায় স্কুলপড়ুয়া থেকে শুরু করে রোগী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হতো। প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে যাতায়াত করেন। ফলে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা সিংহ রায় চৌধুরী, করণদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি মহসিন আজম, রসাখোয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের প্রতিনিধি-সহ তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশির আবহ ছড়িয়ে পড়ে এলাকায়। উন্নয়নের এই ধারাবাহিকতায় আগামী দিনে আরও উন্নত যোগাযোগ ব্যবস্থার আশায় বুক বাঁধছেন স্থানীয় মানুষ।