জলপাইগুড়ি শহরে দলছুট হাতির তাণ্ডব, রাতভর আতঙ্কে শহরবাসী


জলপাইগুড়ি শহরে হাতির হানা, রাত জেগে আতঙ্কে শহরবাসী

জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরে হাতির হানা, রাত জেগে আতঙ্কে শহরবাসী
জলপাইগুড়ি শহরে সোমবার রাতে চরম আতঙ্ক ছড়াল একটি দলছুট হাতির তাণ্ডবে। রাতভর আতঙ্কের মধ্যে কাটালেন শহরবাসী। শেষ পর্যন্ত ভোররাতে বন দফতরের উদ্যোগে ঘুমপাড়ানি গুলি ব্যবহার করে হাতিটিকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।



সোমবার তিনটি হাতির একটি দল শহর সংলগ্ন করলাভ্যালি চা বাগানে ঢুকে পড়ে। সেই সময় একটি হাতি গর্তে পড়ে যায়। পরে বন দফতরের তৎপরতায় হাতিটিকে উদ্ধার করা হয়। তবে উদ্ধারকাজের পরেই একটি হাতি দলছুট হয়ে পড়ে এবং শুরু হয় তাণ্ডব।
রাত গভীর হলে ওই হাতি জলপাইগুড়ি শহরের মধ্যে ঢুকে পড়ে। প্রথমে এসি কলেজের গার্লস হোস্টেলের সামনে ঘোরাঘুরি করে। পরে শহরের রাজবাড়ি এলাকায় ঢুকে একটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই বাড়ির এক গৃহবধূ।


খবর পেয়ে বন দফতর ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর ভোররাতে বৈকুন্ঠপুর রাজবাড়ির পেছনের জঙ্গলে হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করে নিয়ন্ত্রণে আনা হয় এবং পরে নিরাপদে বনে ফেরানো হয়।
এই ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়ালেও বড় কোনও প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তিতে প্রশাসন ও সাধারণ মানুষ।জলপাইগুড়ি শহরে সোমবার রাতে চরম আতঙ্ক ছড়াল একটি দলছুট হাতির তাণ্ডবে। রাতভর আতঙ্কের মধ্যে কাটালেন শহরবাসী। শেষ পর্যন্ত ভোররাতে বন দফতরের উদ্যোগে ঘুমপাড়ানি গুলি ব্যবহার করে হাতিটিকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।
সোমবার তিনটি হাতির একটি দল শহর সংলগ্ন করলাভ্যালি চা বাগানে ঢুকে পড়ে। সেই সময় একটি হাতি গর্তে পড়ে যায়। পরে বন দফতরের তৎপরতায় হাতিটিকে উদ্ধার করা হয়। তবে উদ্ধারকাজের পরেই একটি হাতি দলছুট হয়ে পড়ে এবং শুরু হয় তাণ্ডব।
রাত গভীর হলে ওই হাতি জলপাইগুড়ি শহরের মধ্যে ঢুকে পড়ে। প্রথমে এসি কলেজের গার্লস হোস্টেলের সামনে ঘোরাঘুরি করে। পরে শহরের রাজবাড়ি এলাকায় ঢুকে একটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই বাড়ির এক গৃহবধূ।
খবর পেয়ে বন দফতর ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর ভোররাতে বৈকুন্ঠপুর রাজবাড়ির পেছনের জঙ্গলে হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করে নিয়ন্ত্রণে আনা হয় এবং পরে নিরাপদে বনে ফেরানো হয়।
এই ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়ালেও বড় কোনও প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তিতে প্রশাসন ও সাধারণ মানুষ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন