অনাস্থার আগেই পদত্যাগ বালুরঘাট পুরপ্রধান অশোক মিত্রের
অবশেষে পদত্যাগ করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। বুধবার সন্ধ্যায় তিনি বালুরঘাটের মহকুমা শাসক সুব্রত বর্মনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
উল্লেখ্য, কয়েকদিন আগেই পৌরসভার মোট ২৫ জন কাউন্সিলরের মধ্যে ১৪ জন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। সেই ঘটনাকে কেন্দ্র করে পৌরসভায় শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন। দীর্ঘ আলোচনার পর রাজ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বের নির্দেশেই অশোক মিত্র পদত্যাগ করেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
পদত্যাগের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল ও একাধিক কাউন্সিলর। সুভাষ ভাওয়াল জানান, দলীয় সিদ্ধান্ত মেনেই এই পদত্যাগ করা হয়েছে। তবে অশোক মিত্র ভবিষ্যতেও দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন।
অশোক মিত্র বলেন, তিনি দলীয় নির্দেশ মেনেই পদত্যাগ করেছেন এবং আগামী দিনেও দলের সৈনিক হিসেবেই কাজ করে যাবেন। মহকুমা শাসক সুব্রত বর্মন জানান, পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং আইন মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। চেয়ারম্যান পদত্যাগ করায় অনাস্থা প্রক্রিয়ার আর প্রয়োজন নেই বলেও জানান তিনি।
এই ঘটনাকে ঘিরে বিরোধী দল বিজেপি কটাক্ষ করে জানিয়েছে, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।