নিউ ইয়ার পার্টি থেকে শবযাত্রা! রায়গঞ্জে কুপিয়ে হত্যা রাজনৈতিক নেতাকে
রায়গঞ্জ: নতুন বছরের প্রথম রাতেই রক্তাক্ত রায়গঞ্জ। নিউ ইয়ার পার্টি চলাকালীন বাড়ির সামনে কুপিয়ে খুন করা হল উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নব্যেন্দু ঘোষ (৩৭)-কে। বুধবার গভীর রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায় নিজের বাড়ির সামনেই বন্ধুদের সঙ্গে নিউ ইয়ার উদ্যাপনে মেতে ছিলেন নব্যেন্দু। রাত সাড়ে ১২টা নাগাদ আচমকাই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন যুব তৃণমূল নেতা।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু ঘটনার পরই রহস্য ঘনীভূত হয়। জানা গিয়েছে, যাঁরা নব্যেন্দুকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন, তাঁদের পরবর্তীতে আর সেখানে দেখা যায়নি। ফলে তদন্তে একাধিক প্রশ্নচিহ্ন উঠে আসছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এই খুন করল—তা এখনও ধোঁয়াশায়।
খবর পেয়ে গভীর রাতে হাসপাতালে পৌঁছান তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্ত দেব-সহ তৃণমূল নেতৃত্ব। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “পুলিশ তদন্ত শুরু করেছে।”
অন্যদিকে জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত শহরে ক্রমবর্ধমান অপরাধের অভিযোগ তুলে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, নব্যেন্দু ঘোষ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে কংগ্রেস নেতৃত্বের সঙ্গেও তাঁর সুসম্পর্ক ছিল। রাজনীতির বাইরেও শহরে তাঁর পরিচিতি ও জনপ্রিয়তা ছিল যথেষ্ট।
নতুন বছরের প্রথম রাতেই এমন নৃশংস হত্যাকাণ্ডে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।