SIR-এর খসড়া তালিকা প্রকাশ আজ, ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ দিন


উওর বাংলা ডিজিটাল ডেস্ক:আজ মঙ্গলবার বেলা ১২টার মধ্যেই SIR-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। জেলা শাসকের দফতর থেকে আজই বুথ লেভেল অফিসারদের (BLO) হাতে তুলে দেওয়া হবে খসড়া তালিকা। এর ফলে কার নাম থাকছে, কার নাম বাদ যাচ্ছে—সবটাই আজ পরিষ্কার হয়ে যাবে।
ভোটাররা একাধিক মাধ্যমে নিজেদের নাম যাচাই করতে পারবেন। voter.eci.gov.in, ECI Net, নিজ নিজ বুথের BLO অথবা বুথে উপস্থিত থাকলে সরাসরি সেখান থেকেই খসড়া তালিকা দেখা যাবে। রাজনৈতিক দলগুলিকে সিইও দফতর থেকে সফট কপি এবং জেলা দফতর থেকে হার্ড কপি দেওয়া হবে। ইতিমধ্যেই BLO অ্যাপে খসড়া তালিকা আপডেট রয়েছে। সেখানে কতজন ভোটার রয়েছেন এবং কতজনের নাম বাদ পড়ছে, তার বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, খসড়া ভোটার তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন ভোটারের নাম প্রকাশিত হতে চলেছে। এই খসড়া তালিকা প্রিন্ট করার নির্দেশও ইতিমধ্যেই দেওয়া হয়েছে। BLO-দের কাছে অফলাইনেও নাম বাদ যাওয়ার তালিকা পাওয়া যাবে।
খসড়া তালিকায় যদি কারও নাম বাদ পড়ে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বুথ থেকে ফর্ম–৬ সংগ্রহ করতে হবে। সেই সঙ্গে পূরণ করতে হবে অ্যানেক্সার–৪। ফর্মের সঙ্গে জমা দিতে হবে ঠিকানার প্রমাণপত্র ও জন্মের শংসাপত্র। যাঁর নামে শুনানির নোটিস জারি হবে, তাঁকেই হাজির থাকতে হবে শুনানিতে।
খসড়া ভোটার তালিকা: এক নজরে পরিসংখ্যান
মোট বাদ পড়েছে: ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন
নিখোঁজ ভোটার: ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন
মৃত ভোটার: ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন
স্থানান্তরিত ভোটার: ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন
ভুয়ো ভোটার: ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ জন
আজ প্রকাশিত খসড়া তালিকাই চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তি। তাই ভোটারদের দ্রুত নিজেদের নাম যাচাই করার আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন