SIR প্রক্রিয়ায় জলপাইগুড়িতে বাদ পড়ল ১,৩৩,১০৭টি নাম! শীর্ষে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা
উওর বাংলা ডিজিটাল ডেস্ক:জলপাইগুড়ি জেলায় খসড়া ভোটার তালিকা প্রকাশ ঘিরে চাঞ্চল্য। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খসড়া তালিকা থেকে ১ লক্ষ ৩৩ হাজার ১০৭ জন ভোটারের নাম বাদ পড়েছে। বাদ যাওয়া তালিকায় রয়েছেন মৃত, দীর্ঘদিন অনুপস্থিত ও স্থানান্তরিত ভোটাররা।
জেলায় প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ১৪ হাজার ০২২ জন। এর মধ্যে ১৭ লক্ষ ৮০ হাজার ৯১৫ জন ভোটারের তথ্য ইতিমধ্যেই ডিজিটাইজড হয়েছে, যা শতাংশের হিসাবে ৯৩.০৫ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, বাদ পড়া ভোটারদের মধ্যে
৬৬ হাজার ৪১৮ জন মৃত ভোটার এবং
৬৬ হাজার ৬৮৯ জন স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটার রয়েছেন।
এছাড়া, যাচাইয়ের জন্য ৭৭ হাজার ৪৩৯ জন ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে।
বিধানসভা ভিত্তিক হিসেবে,
জলপাইগুড়ি সদর বিধানসভায় বাদ পড়েছে ১৪,৫৮৮ জন,
রাজগঞ্জে ১৫,৮৭৭ জন,
ডাবগ্রাম–ফুলবাড়িতে সর্বাধিক ৩৮,৩৭৭ জন,
মালে ২১,১৩৫ জন,
নাগরাকাটায় ১৮,৭৮৬ জন,
ময়নাগুড়িতে ১০,০৯৯ জন এবং
ধূপগুড়িতে ১৪,১৮৫ জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি সহ আবেদন জানালে যাচাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাবেন।