রূপালি পর্দায় ডুয়ার্সের গর্ব, করিমুল হকের ভূমিকায় দেব
সংবাদদাতা, ক্রান্তি:
বড়দিনের দিন ও টলিউড সুপারস্টার দেবের জন্মদিন—এই দুই উপলক্ষ ঘিরেই উত্তরবঙ্গের জন্য এল এক বিশেষ সুখবর। ডুয়ার্সের গর্ব, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত সমাজকর্মী করিমুল হকের জীবনকাহিনি এবার রূপালি পর্দায় আসতে চলেছে। এই বায়োপিকে করিমুল হকের ভূমিকায় অভিনয় করবেন দেব। দেবের জন্মদিনেই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আসায় খুশির হাওয়া জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের ধলাবাড়ি-সহ গোটা ডুয়ার্স জুড়ে।
জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা এলাকার বাসিন্দা করিমুল হক দীর্ঘদিন ধরেই ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ নামে পরিচিত। প্রায় কুড়ি বছর আগে চিকিৎসার অভাবে নিজের মাকে হারানোর পর থেকেই তাঁর জীবনে বদল আসে। সেই যন্ত্রণাকেই শক্তিতে পরিণত করে তিনি শুরু করেন বাইক অ্যাম্বুলেন্স পরিষেবা।
রাত-বিরেতে চেল নদী পেরিয়ে দুর্গম এলাকা থেকে মুমূর্ষু রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়াই হয়ে ওঠে তাঁর জীবনের ব্রত। এই মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি।
করিমুল হক জানান, এই বায়োপিক থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ তাঁর স্বপ্নের প্রকল্প ‘করিমুল হক মানবসেবা সদন সোসাইটি’-র তহবিলে দান করা হবে। নিজের জমিতে গড়ে তোলা হাসপাতালের নির্মাণকাজ সম্পূর্ণ করতেই ওই অর্থ ব্যয় করা হবে। তিনি আরও জানান, এর আগে বলিউডে এই ছবি তৈরির পরিকল্পনা হলেও করোনার কারণে তা থমকে যায়। অবশেষে টলিউডের প্রযোজনায় আগামী জানুয়ারি মাস থেকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। সম্প্রতি কলকাতায় এই বিষয়ে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়েছে।
এদিন সকালে দেবের ফেসবুক পেজে ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস ছড়ায় ডুয়ার্সবাসীদের মধ্যে। করিমুল হকের কথায়, ‘‘আমার জীবনকাহিনি সিনেমার মাধ্যমে মানুষের কাছে পৌঁছবে—এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এই ছবির আয় দিয়ে গরিব মানুষের চিকিৎসার স্বপ্ন আরও এক ধাপ এগোবে।’’