বড়দিনে বেলাকোবায় শতবর্ষী রানী ঘোষের জন্মদিন, আবেগঘন উদ্‌যাপন যুব শক্তি অ্যাসোসিয়েশনের


রাজগঞ্জ:রাজগঞ্জ ব্লকের বেলাকোবা এলাকায় এক শতবর্ষী বৃদ্ধার জন্মদিন ঘিরে এক আবেগঘন অনুষ্ঠানের সাক্ষী থাকল এলাকা। বড়দিনের শুভক্ষণে স্থানীয় যুব শক্তি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে কেক কেটে ১০০ বছর পূর্ণ হওয়া রানী ঘোষের জন্মদিন উদ্‌যাপন করা হয়।
এই বিশেষ মুহূর্তে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন শতবর্ষী রানী দেবী। আয়োজনে তাঁর মুখে ছিল আনন্দ ও কৃতজ্ঞতার স্পষ্ট ছাপ।

ক্লাবের সাধারণ সম্পাদক পার্থপ্রতিম পাল জানান, রানী কাকিমা দীর্ঘদিন ধরেই আমাদের ক্লাবের পাশেই বসবাস করছেন। যদিও তিনি ক্লাবের সদস্য নন, তবুও বিভিন্ন সময়ে নানাভাবে আমাদের ক্লাবকে সহযোগিতা করে এসেছেন। তাই তাঁর শতবর্ষ পূর্তি উপলক্ষে এই বিশেষ দিনটি ক্লাব প্রাঙ্গনেই উদ্‌যাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ১৯২৫ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশের ফরিদপুর জেলার গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন রানী ঘোষ। তাঁর ছয় কন্যা সন্তান রয়েছেন। বৃহস্পতিবার যুব শক্তি অ্যাসোসিয়েশনের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতেই রানী দেবীর ১০০তম জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু কামনা করে ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
এদিনের সভায় সর্বসম্মতিতে আগের কমিটিকেই বহাল রাখা হয়। ক্লাবের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন জ্যোতি রঞ্জন রায় এবং সম্পাদক হন নবরূপম মজুমদার।
পার্থপ্রতিম পাল আরও বলেন, বড়দিনের শুভক্ষণে তাঁর জন্মদিন পালন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই কাকিমার জীবন আরও দীর্ঘ ও সুস্থ হোক।পাশাপাশি তিনি বেলাকোবা ও রাজগঞ্জবাসীকে আগাম নতুন বছরের শুভেচ্ছা জানান।
শতবর্ষী বৃদ্ধার জন্মদিন ঘিরে এই আন্তরিক উদ্যোগ এলাকায় মানবিকতা ও সামাজিক বন্ধনের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করল।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন