বেগুন তোলাকে কেন্দ্র করে ভাই ও ভাইপোর হাতে প্রৌঢ়ের মৃত্যু


ডোমকল:
বেগুন তোলাকে কেন্দ্র করে ফের রক্তাক্ত বিবাদ। ভাই ও ভাইপোর মারধরে মৃত্যু প্রৌঢ়ের— এমন চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর কলোনি। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত দুই জন পলাতক, চলছে তল্লাশি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শাহ জামাল মণ্ডল (৫০)। বিদুপুর কলোনির বাসিন্দা জামাল এদিন সকালে বড় দাদা নাজির মণ্ডলের বাড়ির পাশে থাকা গাছ থেকে বেগুন তোলেন। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই ছোট ভাই আশরাফুল ও ভাইপো এনামুলের সঙ্গে বচসা চরমে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঝামেলার মাঝেই বাড়িতে পড়ে থাকা লোহার পাইপ দিয়ে আশরাফুল ও এনামুল জামালের মাথায় পরপর আঘাত করে। রক্তাক্ত অবস্থাতেই লুটিয়ে পড়েন জামাল। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আক্কাশ আলি বলেন, “যে বেগুন গাছ নিয়ে ঝামেলা, সেটি বড় দাদা নাজিরের। নিজের গাছ না হয়েও ভাই-ভাইপো এত বড় অশান্তির কারণ হলেন— এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
ডোমকলের এসডিপিও শুভম বাজাজ জানান, “বেগুন তোলা নিয়ে বচসা থেকেই এই খুন। অভিযুক্তরা পলাতক। তাদের গ্রেপ্তারে তল্লাশি চলছে।”

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন