স্বপন কামিল্লা খুন কাণ্ডে পলাতক রাজগঞ্জের বিডিও, ‘সন্ধান চাই’ পোস্টারে চাঞ্চল্য
রাজগঞ্জ:স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুন কাণ্ডে আদালতের নির্দেশ অমান্য করে এখনও পলাতক রাজগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মন। তাঁর খোঁজে শনিবার রাজগঞ্জ জুড়ে ‘সন্ধান চাই’ পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, স্বপন কামিল্লা অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে আসে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম। এই মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্ট ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও তিনি আত্মসমর্পণ করেননি বলে অভিযোগ। এর পর বিধাননগর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
কোর্টের নির্দেশ জারির পর থেকেই অভিযুক্ত বিডিওর কোনও হদিশ মিলছে না। তিনি ব্লক অফিসেও অনুপস্থিত বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে শনিবার এসএফআই রাজগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ‘সন্ধান চাই’ পোস্টার লাগানো হয়। পোস্টারে অভিযুক্ত বিডিওর অবিলম্বে গ্রেফতারির দাবি জানানো হয়েছে।
এসএফআইয়ের দাবি, একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক হয়েও আদালতের নির্দেশ অমান্য করে পলাতক থাকা অত্যন্ত গুরুতর বিষয়। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি।
এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিডিওর খোঁজে তল্লাশি চলছে এবং গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। গোটা ঘটনায় রাজগঞ্জে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।