জাতীয় সড়কে তেলের ট্যাংকারে ধাক্কা ফুল পাঞ্জাবের, গুরুতর জখম চালক-খালাসি
রাজগঞ্জ:শনিবার সাতসকালে জলপাইগুড়ি–শিলিগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের ফাটাপুকুর সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হন দু’জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির থেকে জলপাইগুড়ি দিকে যাওয়ার সময় একটি তেলের ট্যাংকারকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি ফুল পাঞ্জাব গাড়ি। সংঘর্ষের জেরে তেলের ট্যাংকারের চালক ও খালাসি গুরুতরভাবে আহত হন। ফুল পাঞ্জাবের চালক এবং খালাসী কিছু হয়নি বলে জানা গেছে। কুয়াশার কারণে হয়েছে এই দুর্ঘটনা বলে দাবি করছে স্থানীয়রা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। আহত দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।