বিরতির সুযোগেই মারধর! লোহার বালা দিয়ে আঘাত — তিন ছাত্র আহত রাজগঞ্জে


নিজস্ব সংবাদদাতা, রাজগঞ্জ:স্কুলের ভেতর ছাত্রদের মধ্যে মারামারি। তাতেই আহত হল তিন ছাত্র। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের মান্তাদারি হাই স্কুলে সোমবার দুপুর সাড়ে বারোটার সময়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্কুল কর্তৃপক্ষ আহত ছাত্রদের দ্রুত বেলাকোবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিকেল ৩টা ১৫ মিনিট নাগাদ ছাড়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, আহত তিন ছাত্রের সঙ্গে অন্য কয়েকজন ছাত্রের আগেই ঝামেলা চলছিল। সোমবার ক্লাস চলাকালীন ফাঁকে প্রথমে এক ছাত্র আরেক ছাত্রকে পশ্চাতে আঘাত করে । এরপরই বাকবিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, ওই সময় কিছু ছাত্র লোহার বালা পাঞ্চ দিয়ে মারধর করে। এতে তিনজন আহত হয়। আহতরা নবম শ্রেণির ছাত্র। আর অপর পক্ষের ছাত্ররা সপ্তম এবং অষ্টম শ্রেণিতে পড়ে বলে জানা গেছে। তবে আহাল ছাত্রদের জিজ্ঞাসা করলে তারা তাদেরকে চেনে না বলেই জানিয়েছে।
ঘটনা নিয়ে স্কুল টিআইসি নিলেন্দু রায় কে ফোন করা হলে তিনি বলেন স্কুলের ছোটখাটো ঘটনা ঘটেছে সংবাদপত্রে কিছু লিখবেন না বলেই ফোনটি কেটে দেন। 
অন্যদিকে, বেলাকোবা গ্রামীণ হাসপাতালের এক চিকিৎসটিক বি এম ও এইচ প্রীতম বোস জানান, তিনজন ছাত্রকে আনা হয়েছিল। সবারই ছোটখাটো আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা করে বাড়ি পাঠানো হয়েছে।
অন্যদিকে এ বিষয়ে রাজগঞ্জ ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য তথা শিক্ষা কর্মদক্ষা অর্চনা রায় বলেন বিষয়টা আমার জানা ছিল না তবে এরকম ঘটনা স্কুলের ভেতরে ঘটলে থাকলে খুবই দুঃখজনক স্কুল কর্তৃপক্ষের নজরদারি করার প্রয়োজন । খোঁজখবর নিয়ে বিষয়টা দেখবো।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ, স্কুলে নজরদারির অভাবেই এ ধরনের ঘটনা ঘটছে। এই নিয়ে আতঙ্কে ছাত্রছাত্রীর অভিভাবকরাও।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন