দিনহাটায় পুলিশের অভিযান, ১৪০০ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেপ্তার
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার : রবিবার
গোপন সূত্রের খবরের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশ শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে বিপুল পরিমাণ অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওখরাবাড়ি কাওরাই এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে দেহ তল্লাশিতে তার কাছ থেকে ১,৪০০টি ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন প্রায় ৯০ গ্রাম, উদ্ধার করা হয়।
ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে দিনহাটা থানার পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, “মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”