২০০২ ভোটার লিস্টে নাম নেই তৃণমূল নেতার, 'বাংলাদেশি' বিতর্কে রাজনৈতিক উত্তাপ
নিয়ম অনুযায়ী, SIR প্রক্রিয়ায় ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলে আর অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। ফলে সজল বিশ্বাস ও তাঁর পরিবারের নাম ওই তালিকায় না থাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
এ বিষয়ে সজল বিশ্বাসের দাবি,
“স্কুল-কলেজ সব এখানেই পড়েছি। ২০০২ সালে আমার বয়স ছিল ১৭। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ।”
অন্যদিকে, রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন,
“SIR শুরু হওয়ার পর থেকেই এমন তথ্য সামনে আসছে। এটা নতুন কিছু নয়।”
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে,
“ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে দল বৃহত্তর আন্দোলনে নামবে।”
এদিকে SIR ইস্যুতে আন্দোলনে নামছে তৃণমূল নেতৃত্বও। আগামী ৪ নভেম্বর দুপুর দেড়টায় রেড রোডে ড. বি. আর. আম্বেদকর মূর্তির সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল শুরু হয়ে জোড়াসাঁকো পর্যন্ত যাবে দল।