রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগে তোলপাড় রাজ্য প্রশাসন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা |
নিউ টাউনের যাত্রাগাছিতে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলার রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য। অভিযোগের আঙুল উঠেছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের দিকে। দীর্ঘদিন ধরেই এলাকায় ‘দাবাং বিডিও’ নামে পরিচিত ওই আধিকারিকের বিরুদ্ধে এবার উঠেছে খুনের অভিযোগ।
ঘটনা সূত্রে জানা গিয়েছে, গত ২৮ অক্টোবর দত্তাবাদের সোনার দোকান থেকে স্বপনবাবুকে তুলে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যদের দাবি, দোকানের সামনে দুটি গাড়ি এসে দাঁড়ায় — যার একটিতে ছিল নীলবাতি। গাড়ি থেকে নেমে একজন নিজেকে বিডিও প্রশান্ত বর্মন বলে পরিচয় দেন। কিছুদিন আগে প্রশান্তবাবুর বাড়িতে চুরির অভিযোগ ওঠে। সেই চুরির অলঙ্কার নাকি স্বপনের দোকানে বিক্রি হয়েছিল — এমন অভিযোগেই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি পরিবারের।
পরদিন সকালে নিউ টাউনের যাত্রাগাছি এলাকার একটি ঝোপ থেকে উদ্ধার হয় স্বপনবাবুর দেহ। ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে যায়। ইতিমধ্যেই মৃতের পরিবার নিউ টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগের বিষয়ে মুখ খুলতে চাননি বিডিও প্রশান্ত বর্মন। তিনি শুধু বলেছেন, “আমাকে ফাঁসানোর চক্রান্ত চলছে।”
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রশাসনিক মহলে চাঞ্চল্যের পাশাপাশি শুরু হয়েছে জোর গুঞ্জন — সত্যিই কি ‘দাবাং বিডিও’ জড়িত, নাকি এটা নিছকই রাজনৈতিক প্রতিহিংসা?