৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু SIR-এর কাজ — এখনও বাড়িতে ফর্ম আসেনি? জেনে নিন কী করবেন!


৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে SIR-এর কাজ। বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে এনুমারেশন ফর্ম। আপনার বাড়িতে আসেনি? এই কাজগুলো করে ফেলুন।

☑️ ECINET অ্যাপ বা voters.eci.gov.in-ওয়েবসাইটে যান

☑️ Connect With Election Officials অপশন পাবেন

☑️ Book a Call With BLO- এই অপশনও দেখতে পাবেন

SIR : বাড়িতে এনুমারেশন ফর্ম এখনও আসেনি? কি করবেন।

☑️ এবার ওই অপশন বেছে নিয়ে, আপনার ভোটার আইডি নম্বর দিয়ে ক্লিক করুন

☑️ চলে আসবে আপনার এলাকার BLO-এর নাম ও ফোন নম্বর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন