জলপাইগুড়িতে বিদেশি সিগারেটসহ ট্রাক আটক, এক গ্রেফতার





 জলপাইগুড়ি :গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি পুলিশ প্রায় ৫০ লক্ষ টাকার বিদেশি সিগারেট উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে পাহাড়পুর মোড় এলাকায় নাকা তল্লাশির সময় WB-57E-4901 নম্বরের একটি ট্রাক আটক করা হয়।

ট্রাকটি গুয়াহাটি থেকে আসছিল এবং চালক দিলীপ কুমার ঝা (৩২), হাওড়া জেলার বাসিন্দা, সিগারেটগুলো চা-বস্তার নিচে লুকিয়ে রাখে। উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে ৭৮০ বাক্স ESSE Special Gold, ১১ কার্টন ESSE Light, ও ৩ কার্টন Gudang Garam সিগারেট, সঙ্গে ২৩০ ব্যাগ চা।
চালক জানিয়েছে, পণ্যগুলো অবৈধভাবে কলকাতায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। ঘটনায় কোটওয়ালি থানায় মামলা নং ৬১৯/২০২৫ রুজু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন