বাগডোগরায় চিতাবাঘের আতঙ্ক, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করল বাঘটি!
সংবাদদাতা, বাগডোগরা:
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে এক বাড়ির শৌচালয়ে লুকিয়ে থাকা চিতাবাঘের হামলায় জখম হলেন এক যুবক। মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ প্রিয়াঙ্কা দে’র বাড়িতে ভাড়া থাকা অভিষেক প্রসাদ শৌচালয়ে ঢুকতেই চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে। তাঁর হাত, পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মাটিগাড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার পরই চিতাবাঘটি বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ভিতরে ঢুকে পড়ে বলে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। এরপর থেকেই পড়ুয়া ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে বনদপ্তর ও মাটিগাড়া থানার পুলিশ তল্লাশি চালিয়েও চিতাবাঘের হদিশ মেলেনি। বনদপ্তরের অনুমান, বিশ্ববিদ্যালয়ের পেছনের ঝোপঝাড় বা চা বাগান এলাকা থেকেই চিতাবাঘটি ঢুকেছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়াচ অ্যান্ড ওয়ার্ড বিভাগের প্রধান অধ্যাপক বরুণ রায় বলেন, “সিসি ক্যামেরায় চিতাবাঘটিকে ক্যাম্পাসে ঢুকতে দেখা গিয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং প্রাতঃভ্রমণ বা বহিরাগত প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে।”
পড়ুয়া থেকে অধ্যাপক — সকলেই এখন আতঙ্কে। প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে কীভাবে চলবে পঠনপাঠন?