নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে চাঞ্চল্য, ঘটনাস্থলে ছিল ৬ জন!


কলকাতা:নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে নয়া তথ্য হাতে পুলিশের। জেরায় স্বীকার করেছে ধৃত দুই অভিযুক্ত— ঘটনার দিন ঘটনাস্থলে ছিল মোট ছয়জন।

গ্রেফতার হওয়া গাড়িচালক রাজু ঢালি দক্ষিণবঙ্গের বাসিন্দা, বাকি পাঁচজন উত্তরবঙ্গের বলে জানিয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, ওই দিন স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। মাথায় পিছন দিক থেকে জোরালো আঘাত পেয়ে অচৈতন্য হয়ে পড়েন স্বপনবাবু। এরপর নীলবাতি লাগানো গাড়িতে তাঁর দেহ নিয়ে গিয়ে যাত্রাগাছির খালের ধারে ফেলে দেওয়া হয়।

খুনের পরের দিনই বিডিও-ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাপা ও ড্রাইভার রাজু ঢালিকে বিমানবন্দরে দেখা গিয়েছে বলে দাবি পুলিশের। ২৯ অক্টোবর দত্তাবাদ থেকে ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। সেই মামলায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের নাম জড়িয়েছে, যদিও তিনি দাবি করেছেন— ষড়যন্ত্রের শিকার তিনি।

এই ঘটনায় ধৃত রাজু ঢালি ও তুফান থাপাকে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুপুরে দত্তাবাদ থেকে দুটি গাড়িতে তুলে নিউটাউন AB ব্লকের ফ্ল্যাটে আনা হয় স্বর্ণ ব্যবসায়ীকে। রাত ৯টা ১৫ নাগাদ তাঁকে টেনে-হিঁচড়ে ফ্ল্যাট থেকে বের করার ছবিও মিলেছে ফুটেজে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফ্ল্যাটের ভিতর থেকে চিৎকার ও সংঘর্ষের শব্দ পাওয়া গিয়েছিল।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন