কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব — বিশ্ব সিনেমার মহাউৎসব
কলকাতা:১৯৯৫ সালে সূচনা হয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF)। বাংলার চলচ্চিত্র জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব — সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেন — যাঁদের সৃষ্টিশীলতা ও চিন্তাধারা বিশ্ব চলচ্চিত্রে বিশেষ স্থান অধিকার করেছে, তাঁদের অনুপ্রেরণাতেই এই উৎসবের জন্ম। সূচনালগ্ন থেকেই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করলেও, সেই সময় উৎসবটি মূলত পরিশীলিত ও শিক্ষিত মহলের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
তবে ২০১১ সালে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উৎসবের দরজা খুলে যায় সাধারণ মানুষের জন্য। সেই থেকেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়ে ওঠে জনতার উৎসব, যেখানে রাজ্যজুড়ে সিনেমাপ্রেমীরা মেতে ওঠেন বিশ্ব সিনেমার রঙে, আলোয় আর আবেগে।
আজ, KIFF শুধু একটি চলচ্চিত্র উৎসব নয় — এটি হয়ে উঠেছে কলকাতার সংস্কৃতি ও সিনেমাপ্রেমের প্রতীক। প্রতিবছর হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন এই উৎসবে বিশ্বজুড়ে সেরা চলচ্চিত্র, পরিচালক ও শিল্পীদের সান্নিধ্যে আসার জন্য