জলপাইগুড়ি পুরসভার নতুন চেয়ারম্যান হচ্ছেন সৈকত, বিতর্কের মধ্যেই সিলমোহর তৃণমূলের
উওরবাংলা ডিজিটাল ডেস্ক: আগামীকাল জলপাইগুড়ি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচন। দলের সিদ্ধান্ত মেনে ইতিমধ্যেই চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছেন পাপিয়া পাল। বৃহস্পতিবার তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়েছে। সূত্রের খবর, শুক্রবারের বৈঠকে চেয়ারম্যান পদে তৃণমূল কাউন্সিলর সৈকত চট্টোপাধ্যায়ের নামেই সিলমোহর পড়তে চলেছে। বর্তমানে তিনি পুরসভার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।
তবে চেয়ারম্যান হওয়ার আগেই বিতর্কের মুখে পড়েছেন সৈকত। অভিযোগ, সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাসকে কান ধরে ওঠবস করিয়েছেন তিনি। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওটি প্রকাশ্যে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ভিডিওটি জলপাইগুড়ির তৃণমূল নেতৃত্বের ‘অহঙ্কারের নমুনা’।
অন্যদিকে সৈকতের দাবি, ওই ভিডিও এআই (Artificial Intelligence) প্রযুক্তি ব্যবহার করে তৈরি— সম্পূর্ণ ভুয়ো। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই সমস্ত বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত খবর, দলের অন্দরে কোনও বদল হয়নি সিদ্ধান্তে। সৈকত চট্টোপাধ্যায়ই চেয়ারম্যান হচ্ছেন জলপাইগুড়ি পুরসভার। শুক্রবার কাউন্সিলরদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম প্রস্তাব করা হবে বলে জানা গিয়েছে