বলগোনা বাজারে দুটি দোকান থেকে উদ্ধার ৪৭টি রান্নার গ্যাস সিলিন্ডার, গ্রেফতার দুই
বর্ধমান: গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় বড় সাফল্য ভাতার থানার পুলিশের। বুধবার রাতে বলগোনা বাজারে অভিযান চালিয়ে উদ্ধার হল ৪৭টি রান্নার গ্যাস সিলিন্ডার। ধৃত দুই জন—এর মধ্যে এক জন মূল চোর, অন্য জন চুরি করা সিলিন্ডার বিক্রির অভিযোগে গ্রেফতার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাতার থানার বিভিন্ন এলাকায় সম্প্রতি বারবার গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে ভাতারের এরুয়া এলাকা থেকে ভাগু শাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার হেফাজত থেকে উদ্ধার হয় তিনটি চুরি করা সিলিন্ডার।
বুধবার ভাগুকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। আদালতের নির্দেশে তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নিয়ে জেরা করা হয়। জেরায় ভাগু জানায়, চুরি করা গ্যাস সিলিন্ডারগুলি বলগোনা বাজারের একটি গ্যাস ওভেন মেরামতির দোকানে বিক্রি করেছিল সে।
এরপরই ভাতার থানার পুলিশ বলগোনা স্টেশন সংলগ্ন দুটি গ্যাস মেরামতির দোকানে তল্লাশি চালায়। সেখান থেকেই উদ্ধার হয় মোট ৪৭টি রান্নার গ্যাস সিলিন্ডার। দোকানদার মঙ্গল মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে।