NIA–র নাম ভাঙিয়ে প্রতারণা, শিলিগুড়িতে ধরা ভুয়ো তদন্তকারী তিন যুবক


শিলিগুড়ি:শিলিগুড়িতে ফের ভুয়ো তদন্তকারী পরিচয়ে প্রতারণার চক্র। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-র নাম ভাঙিয়ে শহরজুড়ে দাপিয়ে বেড়ানোর অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট (DD)। ধৃতদের বিরুদ্ধে তদন্তের নামে ব্যবসায়ীকে ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠেছে।



পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম এশান আহমেদ, রেহান বাবর এবং মানিক রায়। এশান ও রেহানের বাড়ি বিহার সংলগ্ন পান্জিপাড়া এলাকায়, আর মানিক রায় শিলিগুড়ির ভক্তিনগর থানা অঞ্চলের বাসিন্দা। অভিযোগ, নিজেদের NIA অফিসার পরিচয় দিয়ে তিনজন শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত। একটি সাদা রঙের i20 গাড়িও ব্যবহার করত তারা, যাতে সরকারি গাড়ির মতোই কাগজ লাগানো ছিল বলে দাবি পুলিশের।
মাটিগাড়ার মেডিকেল মোড়ের বাসিন্দা রাহুল ঘোষের অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। 

অভিযোগ, রাহুলবাবুকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে নিজেদের ক্ষমতা প্রদর্শন করে ওই তিন ভুয়ো অফিসার। এরপর তাঁকে ‘গোপন তদন্তে সহযোগিতা না করলে বড় ক্ষতি হবে’ বলে ভয় দেখিয়ে তুলে নেয় ১ লক্ষ টাকা। ঘটনার পরই রাহুলবাবু মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ খতিয়ে দেখে দ্রুত অভিযান চালায় SOG ও DD।
অভিযানে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি i20 গাড়ি, একটি স্কুটি, ছ’টি মোবাইল ফোন, নকল পরিচয়পত্র, নানান ভুয়ো নথি এবং নগদ ১৩ হাজার টাকা। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া নথিগুলি থেকে স্পষ্ট, দীর্ঘদিন ধরেই তারা ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছিল। কারা এই নথি তৈরি করে দিয়েছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ।
ধৃত তিনজনকে সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হলে পুলিশ তাদের সাত দিনের হেফাজত চায়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা হচ্ছে—
• কতদিন ধরে তারা NIA পরিচয় ব্যবহার করছিল,
• আর কারা এদের চক্রের সঙ্গে জড়িত,
• শহরে আরও কোনও প্রতারণা করেছে কি না।
পুলিশের দাবি, আগামী কয়েক দিনে এই প্রতারণা চক্র সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে। শিলিগুড়ি শহরে ফের এমন ভুয়ো তদন্তকারী চক্র সক্রিয় হওয়ায় এলাকায় উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন