মুখ্যমন্ত্রীর সফরসূচিতে শেষ মুহূর্তের বড় বদল
কোলকাতা:মতুয়াগড়ে আজ মুখ্যমন্ত্রী, হেলিকপ্টার বিপত্তিতে বদল শেষ মুহূর্তের সূচি
এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তাপের মাঝেই আজ মতুয়াগড়ে কর্মসূচিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরকে কেন্দ্র করে এলাকায় চোখ এখন তাঁর বার্তার দিকেই। তবে তিনি ঠাকুরবাড়িতে যাবেন না বলে আগেই জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে মতুয়াগড়ে প্রস্তুতি ছিল তুঙ্গে—মঞ্চ তৈরি, পদযাত্রার রুটে নিরাপত্তার মোতায়েন, সবই ঠিকঠাক। কিন্তু ঠিক রওনা হওয়ার মুখে বড়সড় পরিবর্তন। পরিকল্পনা অনুযায়ী হেলিকপ্টারে যাওয়া সম্ভব হয়নি।
সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর ব্যবহারের জন্য নির্ধারিত হেলিকপ্টারের বিমা বা ইনস্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাই উড়ান অনুমতি মেলেনি। এর জেরে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী।
পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণকারী সংস্থাকে ইতিমধ্যেই শোকজ নোটিস পাঠানো হয়েছে।
ফলে শেষ মুহূর্তে বদলাতে হয় সফরসূচি। মুখ্যমন্ত্রীকে যেতে হয় সড়কপথে।