জন্মদিনে তৃণমূল নেতাকে কেক খাওয়াচ্ছেন পুলিশ অফিসার! রাজগঞ্জে শুরু রাজনৈতিক ঝড়
রাজগঞ্জ: জন্মদিনের কেক–সেলিব্রেশনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। তৃণমূলের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে খাকি উর্দিধারী কর্তব্যরত পুলিশ অফিসার বুদ্ধদেব ঘোষের উপস্থিতি এবং কেক খাইয়ে দেওয়ার ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে চাপান–উতোর।
শনিবারের সেই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল নেতা নিজেই। দেখা যায়, কেক কাটার পর পুলিশ আধিকারিক ব্যক্তিগত উদ্যোগে তাঁকে কেক খাইয়ে দিচ্ছেন। ছবি ছড়াতেই বিজেপির অভিযোগ, “পুলিশের উর্দির নিচে তৃণমূলের জার্সি।”
বিতর্ক বাড়তেই সোশ্যাল মিডিয়া থেকে ছবি মুছে ফেলেন তৃণমূল ব্লক সভাপতি।
যদিও তৃণমূল শিবির ঘটনা নিয়ে গুরুত্ব দিতে নারাজ। অরিন্দমবাবুর দাবি, ওই পুলিশ অফিসার তাঁর বাড়ির পাশেই ভাড়া থাকেন। স্থানীয় যুবকদের ছোট্ট আয়োজন ছিল। পুলিশ অফিসার রাস্তা দিয়ে যাওয়ার সময় ডাকতেই তিনি ‘দাদা’ হিসেবে আশীর্বাদ দিতে এসেছিলেন।