বিবাহের বাজার করতে গিয়ে করনদিঘিতে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত ৪
করনদিঘি: বিবাহের বাজার করতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য করনদিঘি এলাকায়। রবিবার উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার ক্ষেত্রাবাড়ী জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী একটি টোটো। ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিহারের বলরামপুর থানার দুর্লভপুর গ্রামে সোমবার একটি বিবাহ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের কেনাকাটা করতে পরিবারের সদস্যরা টোটো করে টুঙ্গিদিঘি আসছিলেন। অভিযোগ, ক্ষেত্রাবাড়ী এলাকায় পাশ দিয়ে একটি লরি যাওয়ার সময় টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বেরিয়ে ধাক্কা মারে।
দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে করনদিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত চারজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহতদের মধ্যে রয়েছেন—
অনিল দাস (৬০), ভোলা দাস (১৯), গুড্ডু কুমার দাস (৩৮) ও রতন কুমার দাস (৩৫)— চারজনের অবস্থাই আশঙ্কাজনক।
ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে করনদিঘি থানার পুলিশ।