জাল ও ভেজাল ওষুধে রাজ্যজুড়ে সতর্কতা! রাস্তায় নামলেন কেমিস্টরা, রাতেও মেডিসিন দোকান খোলা রাখার দাবি
সংবাদদাতা: জাল ও নিষিদ্ধ ওষুধের অবাধ বিক্রি রুখতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রবিবার কালদিঘি হাসপাতালের সামনে মোটরসাইকেল র্যালি ও পথসভা আয়োজন করল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের অভিযোগ, সাম্প্রতিক সময়ে অনুমোদনহীন দোকান ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিম্নমানের ও ভুয়ো ওষুধের বিক্রি বেড়ে চলেছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই সঠিক লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকেই ওষুধ কেনার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান সদস্যরা।
র্যালিতে অংশগ্রহণকারীরা জাল ও ভেজাল ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে পথে নামেন।
অন্যদিকে, একই ইস্যুকে কেন্দ্র করে বুনিয়াদপুরেও সচেতনতা র্যালি বের করে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। রবিবার বেলা ১টা নাগাদ বুনিয়াদপুর বাসস্ট্যান্ড থেকে জাল ও ভেজাল ওষুধ বিরোধী মিছিল শুরু হয়। সংগঠনের দাবি, ভেজাল ও নকল ওষুধের কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেই কারণে ২৩ নভেম্বর দিনটিকে রাজ্যব্যাপী সচেতনতা র্যালির দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।
মিছিল থেকে আরও অভিযোগ তোলা হয়, রাতের বেলায় বুনিয়াদপুর পুরসভা এলাকায় ওষুধের দোকান বন্ধ থাকায় রোগীর পরিজনদের চরম সমস্যার মুখে পড়তে হয়। এ নিয়ে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসককে স্মারকলিপি দিয়ে রাতের বেলায় ওষুধের দোকান খোলা রাখার মতো নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে সংগঠন। জেলা সম্পাদক ব্রততীশ সাহা জানান, প্রশাসন যদি নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেয়, তবে সংগঠনের সদস্যরা রাতের বেলাতেও ওষুধের দোকান খোলা রাখতে প্রস্তুত।