স্বর্ণ ব্যবসায়ী খুনে রাজগঞ্জের বিডিওর নাম জড়িয়ে গেল, আগাম জামিনের আর্জি প্রশান্ত বর্মনের






ডিজিটাল ডেস্ক: নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, ততই উঠে আসছে নতুন নতুন তথ্য। সেই সূত্রেই সামনে এসেছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম। ঘটনার পরই আগাম জামিনের জন্য বারাসাত জেলা আদালতের দ্বারস্থ হন তিনি।

মামলার মূল দিক—

১১ নভেম্বর অ্যান্টিসিপেটরি বেল চেয়ে আদালতে আবেদন করেন বিডিও প্রশান্ত বর্মন।

আদালত জানিয়েছে, পরবর্তী শুনানি ২৬ নভেম্বর।

তদন্তকারীদের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য খতিয়ে দেখেই বিডিওর সম্ভাব্য যোগসূত্র খোঁজা হচ্ছে।

এ ঘটনায় বিধাননগর পুলিশ এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে।


যাঁরা ধৃত—

তুফান থাপা — বিডিওর ঘনিষ্ঠ বলে দাবি তদন্তকারীদের।

রাজু ঢালি — বিডিওর চালক।

বিবেকানন্দ সরকার ওরফে সোনাই

আরও একজন অভিযুক্তকে আগেই গ্রেপ্তার করা হয়েছে।


তদন্তের বর্তমান অবস্থা—

পুলিশের বক্তব্য, এটি একটি সুপরিকল্পিত চক্রের খুন, আর ধৃতদের জিজ্ঞাসাবাদে মিলছে একের পর এক নতুন তথ্য। সেই সূত্রে বিডিওর সম্ভাব্য ভূমিকা নিয়েও সমান্তরালে চলছে তদন্ত।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন