মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড শেখ হাসিনার


উওর বাংলা ডিজিটাল ডেস্ক: জুলাই অভ্যুত্থানের পর দেশছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার পরিপ্রেক্ষিতে সোমবার কড়া রায় শুনল ঢাকা। দীর্ঘ শুনানির শেষে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে হাসিনাকে দেয় মৃত্যুদণ্ড।
জানা গিয়েছে, জুলাই বিপ্লবী ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ, দমন-পীড়ন রোধে পুলিশকে নিষ্ক্রিয় রাখা এবং আয়নাঘর-সংক্রান্ত নৃশংসতার অভিযোগ— তিন ধারায় অপরাধী সাব্যস্ত করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরীর বেঞ্চ। রায় ঘোষণার পরেই আদালতকক্ষে হাততালির ঢেউ ওঠে; বিচারপতিরা সবাইকে শান্ত থাকার আবেদন জানান।
এদিন একই মামলায় দোষী সাব্যস্ত হন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। হাসিনা এবং আসাদুজ্জামান উভয়কেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে রাজসাক্ষী হওয়ায় মামুনকে মাত্র পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আদালত পর্যবেক্ষণে তাকে ‘বিশ্বাসঘাতক’ বলেও মন্তব্য করা হয়।
অন্যদিকে আওয়ামি লিগের অভিযোগ— এটি একটি ‘জামাত প্রভাবিত ক্যাঙারু আদালত’, যেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই। তাই পুরো বিচারপ্রক্রিয়াকেই তারা ‘প্রহসন’ বলে দাবি করেছে।
বাংলাদেশের রাজনীতিতে এই রায় যে নতুন অধ্যায়ের সূচনা করল, তা বলাই বাহুল্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন