কাশ্মীর টাইমস অফিসে SIA-র হানা! AK-47 কার্তুজ–গ্রেনেড লিভার উদ্ধার, চাঞ্চল্য সাংবাদিক মহলে
উওর বাংলা ডিজিটাল ডেস্কঃজম্মু ও কাশ্মীর পুলিশের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (SIA) বৃহস্পতিবার হঠাৎ হানা দিল জম্মুর প্রখ্যাত সংবাদমাধ্যম ‘কাশ্মীর টাইমস’-এর কার্যালয়ে। কর্তৃপক্ষের অভিযোগ, সংবাদপত্রটি দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে মদত দিচ্ছিল।
তল্লাশি চলাকালীন অফিসের ভেতর থেকে একে-৪৭ রাইফেলের কার্তুজ, পিস্তলের রাউন্ড এবং তিনটি গ্রেনেড লিভার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, দিনভর চলা এই অভিযানের পর পত্রিকাটির বিরুদ্ধে ইতিমধ্যেই একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছে—
দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে বিপন্ন করা,
অসন্তোষ ছড়ানো,
এবং বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডকে মহিমান্বিত করা।
এই এফআইআর-এ ‘কাশ্মীর টাইমস’-এর কার্যনির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিনের নামও রয়েছে।
১৯৫৪ সালে বেদ ভাসিনের হাতে জন্ম নেওয়া, পরবর্তীতে ১৯৬৪ সালে দৈনিকে পরিণত হওয়া ‘কাশ্মীর টাইমস’ দীর্ঘদিন ধরেই রাজ্যের অন্যতম প্রভাবশালী সংবাদপত্র। সেই পত্রিকার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ও অভিযানকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।