নাগরাকাটা হামলায় ফের গ্রেপ্তার দুই অভিযুক্ত
নিজস্ব প্রতিনিধি, নাগরাকাটা:নাগরাকাটার বামনডাঙ্গায় সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষের ওপর হামলার ঘটনায় ফের গ্রেপ্তার দুই। ধৃতদের নাম শাহানুর আলম ও তোফায়েল হোসেন। বৃহস্পতিবার ভোরে সুলকাপাড়ার খয়েরবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে নাগরাকাটা থানার পুলিশ।
সূত্রের খবর, সোমবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন মালদা উত্তর সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। ওই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ধরা পড়েছিল আরও দু’জন। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।