একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, স্বস্তির বার্তা আলিপুর আবহাওয়া দফতরের
নিজস্ব প্রতিবেদন: একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় পাহাড়ি নদীর জল ঢুকে ভেসে গিয়েছে একাধিক বাড়ি। নেমেছে ধস, ভেঙেছে রাস্তা, ক্ষতিগ্রস্ত চা-বাগান এলাকা। জনজীবন কার্যত বিপর্যস্ত।
তবে, স্বস্তির খবর—মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে জারি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। বর্তমানে সেটি উত্তর-পূর্ব বিহারে অবস্থান করছে। এর প্রভাবে উত্তরের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, দক্ষিণে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সতর্কবার্তা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে। ফলে, বন্যা ও ধস বিধ্বস্ত এলাকার মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে আশা করা যাচ্ছে।