নাগরাকাটার প্রিয় বিডিও পঙ্কজ কোনারের বদলিতে চোখ ভিজল গ্রামবাসীর
নাগরাকাটা: উত্তরবঙ্গের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা — সম্প্রতি বন্যায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের মানুষের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন বিডিও পঙ্কজ কোনার। বন্যার পর দিনরাত এক করে তিনি নিজে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেছেন, আশ্রয়হীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন, আর মানুষের দুঃখ–কষ্ট ভাগ করে নিয়েছেন নিজের পরিবারের সদস্যের মতো। সরকারি পদে থেকেও তিনি নিজেকে কখনও উচ্চাসনে রাখেননি, বরং সাধারণ মানুষের “নিজের মানুষ” হিসেবেই পরিচিত হয়েছেন সবার কাছে।
তবে সেই প্রিয় অফিসারকেই এবার বিদায় জানাতে হচ্ছে নাগরাকাটা ব্লকবাসীদের। রাজ্যের প্রশাসনিক বদলির তালিকায় এসেছে পঙ্কজ কোনারের নাম। তিনি বদলি হয়েছেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের বিডিও হিসেবে।
এই খবর ছড়িয়ে পড়তেই যেন শোকের ছায়া নেমে আসে নাগরাকাটায়। উল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের বামনডাঙ্গা চা–বাগান এলাকা থেকে শুরু করে আশেপাশের গ্রামগুলির মানুষ ছুটে আসেন নাগরাকাটা ব্লক অফিসে। প্রিয় বিডিও স্যারকে ফুল, মালা, এবং ভালোবাসার অশ্রু দিয়ে বিদায় জানান তাঁরা।
গ্রামবাসীদের একাংশ বলেন, “বন্যার সময় আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন পঙ্কজ বাবু, সেটা আমরা কোনোদিন ভুলব না। তিনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি আমাদের পরিবারের সদস্য।”
নাগরাকাটা ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে। একে একে সবাই প্রিয় অফিসারকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
বিদায়ের মুহূর্তে আবেগে ভেসে যায় পুরো ব্লক অফিস চত্বর। কেউ কেউ চোখের জল লুকোতে পারেননি। নাগরাকাটার মানুষ একবাক্যে মেনে নিয়েছেন—প্রিয় বিডিও পঙ্কজ কোনার শুধু প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি ছিলেন, আছেন, থাকবেনও মানুষের হৃদয়ে।