অসম জুড়ে আবেগের ঢেউ — জুবিন গার্গের শেষ সিনেমা ‘রৈ রৈ বিনালে’ মুক্তিতে ভিড়, অশ্রু আর করতালি



আসাম: জাগলো অসম—চোখে জল, হাতে ফুল, আর করতালিতে ভরে উঠল প্রেক্ষাগৃহ। প্রয়াত সংগীত সম্রাট জুবিন গার্গের শেষ চলচ্চিত্র ‘রৈ রৈ বিনালে’ আজ রাজ্যজুড়ে মুক্তি পাওয়ায় আবেগে ভাসল গোটা অসম।
হাজারো মানুষের কাছে এটি শুধু একটি সিনেমার মুক্তি নয়—এটি এক যুগের বিদায়, স্মরণ, শ্রদ্ধা আর ভালোবাসার সমাবেশ। যাঁর কণ্ঠ প্রজন্মের পর প্রজন্মকে ছুঁয়ে গেছে, সেই শিল্পীর স্মৃতি আজ আরও গভীর করে দিল দিনটিকে।


প্রেক্ষাগৃহেরসামনে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। দর্শকদের হাতে ফুল, পোস্টার—চোখে জল; স্মৃতিতে ফিরে আসছিল জুবিন গার্গের অসংখ্য গান, অগণিত মুহূর্ত। সিনেমা শুরুর আগে থেকেই থিয়েটারে ধ্বনিত হচ্ছিল করতালি, “জয় জুবিন দা”র স্লোগান।



এ শুধু সিনেমা নয়—অসমের হৃদয়ে জুবিন গার্গের অমোচনীয় ছাপের আরও এক অমর স্বাক্ষর। তিনি নেই, কিন্তু অসমের মাটিতে, সংগীতে, মানুষের ভালোবাসায় তিনি চিরজীবী।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন