বন্যা ত্রাণে মানবিক ভূমিকার জন্য পুলিশ সুপার উমেশ খণ্ডবাহালেকে সংবর্ধনা তৃণমূলের কিষান খেত মজদুর কমিটির
জলপাইগুড়ি : বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নজির গড়লেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খণ্ডবাহালে। বন্যা কবলিত এলাকায় প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপে ত্রাণ পৌঁছেছে দুর্গতদের হাতে। এই মানবিক উদ্যোগের জন্য বুধবার পুলিশ সুপারকে সংবর্ধনা জানায় তৃণমূল কিষান খেত মজদুর কংগ্রেস কমিটি।
সংগঠনের জেলা সভাপতি দুলাল দেবনাথ পুলিশ সুপারের দপ্তরে গিয়ে ফুলের তোড়া দিয়ে সম্মান জানান। পাশাপাশি, উৎসবের মরশুমে জেলার মানুষ যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, সেই জন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তৃণমূলের কিষান খেত মজদুর কমিটির পক্ষ থেকে জেলার সমস্ত পুলিশ কর্মীকেও শুভেচ্ছা জানানো হয়।