বালি-পাথর চুরি রুখতে বসছে নাকা চেকিং
শিলিগুড়ি, ১৩ মার্চঃ বালাসন নদী থেকে বালি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে ৩ কিশোরের।ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। নদীতে নজরদারি চলছে পুলিশের।এদিকে বিডিও এর উদ্যোগে নদী থেকে অবৈধভাবে বালি পাথর পাচার রুখতে পুলিশের প্রশাসনের সহযোগিতায় বসানো হচ্ছে নাকা ।এই নাকা চেক পোস্টের মধ্য দিয়ে চলবে নজরদারি।
সোমবার চেক পোস্ট করার জন্য জায়গা পরিদর্শনে যান বিডিও, বিএলআরও, এসিপি এবং আঠারোখাই গ্রাম পঞ্চায়েত সদস্য। পরিদর্শনের পর ফাঁসিদেওয়া-মেডিক্যাল মোড় আন্ডারপাশে প্রথম নাকা চেক পোস্টের উদ্বোধন করেন বিডিও শ্রীবাস বিশ্বাস, বিএলআরও দীপেন লামা, এসিপি আশীষ পী সুব্বা।ফাঁসিদেওয়া-মেডিক্যাল মোড় আন্ডারপাশের পাশাপাশি মাটিগাড়ার থানার অন্তর্গত বারসানায় নাকা চেক পোস্ট করা হচ্ছে।
এই বিষয়ে মাটিগাড়ার বিডিও শ্রীবাস বিশ্বাস বলেন, সরকারি নির্দেশিকা পালন করাতে দুটি নতুন চেক পোস্ট করা হচ্ছে।নাকা চেক পোস্টের মাধ্যমে নজরদারি চালানো হবে।বালি পাথর চুরির সময় কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
বিএলআরও দীপেন লামা বলেন, সরকারি সম্পত্তি চুরি রুখতে একটি টিম নতুন চেক পোস্টগুলিতে থাকবে।অবৈধ কারবারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ওয়েস্ট জোন এসিপি আশীষ পি সুব্বা বলেন, অবৈধ কাজ বন্ধ করার জন্য কমিশনারের নেতৃত্বে চেক পোস্ট তৈরি করা হচ্ছে।