বেলাকোবা সাহেববাড়ি এলাকায় মুম্বই ফেরত এক পরিযায়ী শ্রমিককে ঘিরে চাঞ্চল্য ছড়াল ।
বেলাকোবা25 মে:এক পরিযায়ী শ্রমিককে কোয়ারান্টিনে পাঠানোর দাবিতে গ্রামবাসীরা ঘেরাও করেন পুলিশকে।ঘটনাটি সোমবার রাত্রী সাতটায়। শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে সাহেব বাড়ি নিবাসী দ্বিজেন্দ্রনাথ দে র পুত্র দয়াল দে বোম্বাই থেকে আজ বেলাকোবা নিজের বাড়িতে সরাসরি ঢুকে পড়লে ঘটনাটি জানাজানি হতেই করোনার ভয়ে ভীত গ্রামবাসীরা বাড়িটি ঘেরাও করে পুলিশকে খবর দেয়।
বেলাকোবা পুলিশ ফাঁড়ি ওসি সুব্রত সাহা ঘটনাস্থলে উপস্থিত হলে প্রায় 200 গ্রাম বাসি তাদের ঘেরাও করে অবিলম্বে পরিযায়ী শ্রমিককে কোয়ারান্টিনে পাঠানোর দাবি জানায়।ওসি সুব্রত সাহা ,বিডিও রাজগঞ্জ ও রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল এর বি এম ও এইচ এর সাথে যোগাযোগ করে পরিযায়ী শ্রমিক কে করোতোয়া কোভিড চিকিৎসার আই হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন । এই প্রতিশ্রুতি পেয়ে পুলিশ গ্রামবাসী কর্তৃক ঘেরাও মুক্ত হয়।