Rajganjএবার রেশন দুর্নীতির অভিযোগ উঠে এলো রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর বিরুদ্ধে।
রাজগঞ্জ,পবিত্র রায় ,২৪ মার্চ: রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক দুর্নীতি উঠে আছে I দুর্নীতিতে পিছিয়ে নেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক I
এবার রেশন দুর্নীতির অভিযোগ উঠে এলো রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়ের স্বামীর বিরুদ্ধে।
রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী চিল্কাপাড়া এলাকার রেশন ডিলার" মহিলা সেলফ হেল্প গ্রুপ ,"MR SHOP With GODOWN" বর্তমানে পরিচালনা করেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় এবং তার স্বামী তরুণ রায় I
গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে একের পর এক অভিযোগ আগেও উঠেছিল রাজগঞ্জ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমারায়ের স্বামীর বিরুদ্ধে I প্রভাব খাটিয়ে কোন ঘটনাই সামনে আসেনি I
প্রসঙ্গত গ্রামবাসীর অভিযোগ দীর্ঘ তিন মাস ধরে দেওয়া হচ্ছে না রেশনl রেশন দিলেও পরিমাণে কম দেওয়া হচ্ছে, I এক ব্যক্তি পরিবারে কার্ডে ৩৫ কেজি চাল পাওয়ার কথা সেখানে দেওয়া হচ্ছে ২৬থেকে ২৮ কেজি এমনই অভিযোগ তুলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান শিকারপুরের ফটিঙ্গা লাইন এলাকায় I রেশন দুর্নীতির ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে I
তবে পঞ্চায়েত সমিতির পূর্ণিমা রায় মিষ্টি সুরে সংবাদ মাধ্যমকে ধমক দিয়ে খবর বন্ধ করার চেষ্টা করেছেন।
রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমারায়ের স্বামী তরুন রায় জানান ঘটনাটি তেমন কিছু নয় এখনো সিদ্ধ চাল পৌঁছায়নি বলেই একটু ঝামেলা হয়েছে ,তবে এখন আর কোন ঝামেলা নেই হবে গাড়ি এলেই দিয়ে দেওয়া হবে, তাদের প্রাপ্য রেশন I
রেশম দুর্নীতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাড়িরপুলিশ I
অন্যদিকে রাজগঞ্জ বিজেপি উত্তর মন্ডল সাধারণ সম্পাদক তপন রায় জানান আমার পরিবারের লোক হতে পারে তবে যদি কেউ দুর্নীতি করে তাহলে তার কঠিন শাস্তি হওয়া উচিত Iক্ষমতার অপব্যবহার এটা ঠিক নয় I